Updates
দক্ষতা বিকাশের প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ২২ আগস্ট : হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় অবস্থিত আইটিআই-এ দক্ষতা বিকাশ কর্মসূচির জন্য এক পাঠ্যক্রম আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আসাম স্টেট স্কিল ডেভেলপমেন্ট মিশনের উদ্যোগে এই প্রশিক্ষণের জন্য ২৫-২৬ এবং ২৭ আগস্ট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের পর্টেলে এই রেজিস্ট্রেশন করা যাবে। প্রার্থীদেরকে ২৫,২৬ এবং ২৭ আগস্ট কাটলিছড়ার আইটিআই প্রাঙ্গনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং আধার কার্ড নিয়ে আসতে বলা হয়েছে। পাঠ্যক্রম সমূহের বিশদ বিবরণ skillmission.assam.gov.in অথবা টুল ফ্রি নম্বর 1800313421 এ জানা যাবে। উল্লেখ্য রাজ্যের দক্ষতা বিকাশ অভিযানের অধীনে প্রতিটি জেলায় এ ধরনের দক্ষতা বিকাশ কর্মসূচির আয়োজন করা হয়েছে।