Barak ValleyAssamNorth-East

RSS-র পথ সঞ্চলন করিমগঞ্জে

নিজস্ব প্রতিবেদন, করিমগঞ্জ : ২৩ জানুয়ারি উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে এক পথ সঞ্চলনের আয়োজন করা হয় সোমবার৷ স্থানীয় করিমগঞ্জ কলেজের মাঠ থেকে শুরু হয় RSS-র এই পথ সঞ্চলন৷ দুপুর ১২টা নাগাদ গৌরিক পতাকা উত্তোলন করা হয়৷ পরবর্তীতে সংঘের নিয়ম অনুযায়ী প্রার্থনা ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন হয়৷ কলেজের মাঠ থেকে কয়েকশো স্বয়ংসেবক এই সঞ্চলনে অংশগ্রহণ করেন৷

এই সঞ্চলন শহরের স্টেশন রোড, মেইন রোড, রেডক্রস রোড, থানা রোড, হাসপাতাল রোড হয়ে কলেজের মাঠ গিয়ে শেষ হয়৷ সংঘের গণবেশ পরিধান করে সঞ্চলন শৃঙ্খলার এক নিদর্শন স্থাপন করে৷ অনুশাসন ও শৃঙ্খলার জন্য RSS সর্বজন বিদিত৷ এদিন আবারও সেই দৃশ্য পরিলক্ষিত হয়৷ বিভিন্ন স্থানে সঞ্চলনকে ফুল ছিটিয়ে স্বাগত জানান মহিলারা৷

Show More

Related Articles

Back to top button