Barak ValleyScience & Tech

Science & Technology centre স্থাপনের জমি বরাদ্দ মাইজগ্রামে

করিমগঞ্জ : মাইজগ্রামে প্রস্তাবিত Science & Technology centre-র জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল শনিবার৷ ASTC Chairman মিশন রঞ্জন দাসের উপস্থিতিতে Circle Officer অন্তরা সেন জমির কাগজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে সমঝে দেন৷ Cold Storage ও Cold Chain স্থাপনের জন্য AIDC যে ১৯ বিঘা জমি পেয়েছিল, সেখান থেকে ১০ বিঘা জমি Science & Technology centre-কে দিয়ে দেওয়া হয়েছে৷

২০২১ সালে আসাম সরকার AIDC-কে এই ১৯ বিঘা জমি বরাদ্দ করেছিল Cold Storage ও Cold Chain স্থাপনের জন্য৷ Science & Technology centre স্থাপনের জন্য করিমগঞ্জ শহরের পাশে উপযুক্ত ১০ বিঘা জমি না পাওয়ায় জেলাশাসক ও Circle Officer মিশন রঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করেন৷ এরপর বৃহত্তর স্বার্থে সেখান থেকে ১০ বিঘা জমি দেওয়া হয়৷

এই সেন্টারের রাস্তার জন্য যে সমস্যা ছিল, তাও ইতিমধ্যে সমাধান হয়ে গেছে৷ রবিবার সকালে মিশন রঞ্জন দাস বলেন, জমি সংশ্লিষ্ট বিভাগ পেয়ে গেছে৷ শীঘ্রই কাজ শুরু হবে৷ এর ফলে মাইজগ্রাম সহ সংলগ্ন এলাকার গুরুত্ব অনেক বেড়ে যাবে৷

Show More

Related Articles

Back to top button