Barak Valley
করিমগঞ্জে উদ্ধার বেঙ্গল স্লো লরিস

করিমগঞ্জ : দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলা সদরের লঙ্গাই এলাকার পশ্চিম বিস্কুট গ্রামে উদ্ধার হয়েছে বেঙ্গল স্লো লরিস। বৃহস্পতিবার বেঙ্গল স্লো লরিস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কৌতূহলী জনতার ভিড় লেগে লঙ্গাই এলাকায়।
জানা গেছে, বাদামি রঙের বুনো প্রাণীটির উচ্চতা প্রায় ৪ ফুট, লম্বায় প্রায় ১০ ফুট।
স্থানীয় জনৈক গৃহস্থের বাড়ির পুকুরের পাশে জঙ্গল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রাণী বেঙ্গল স্লো লরিসকে। স্থানীয়রা প্রাণীটিকে সমঝে দিয়েছেন বন বিভাগের কাছে।