৫০ হাজার নিয়োগ প্রক্রিয়ায় বরাককে বঞ্চিত না করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ বিডিএফ-এর

শিলচর, ১৮ এপ্রিল : আগামী ২০ এপ্রিল প্রস্তাবিত ৫০ হাজার নিয়োগ প্রক্রিয়ায় বরাক উপত্যকার প্রার্থীদের যাতে বঞ্চিত না করতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কাছে অনুরোধ জানিয়েছে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট (বিডিএফ)। সেই সঙ্গে জেলাভিত্তিক নিয়োগ তালিকা প্রকাশেরও আর্জি জানিয়েছে বিডিএফ।
আগামী ২০শে এপ্রিল আরো ৫০,০০০ প্রার্থীর নিয়োগ তালিকা প্রকাশ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বরাকের প্রার্থীদের প্রতি সুবিচারের আর্জি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেস বার্তায় বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এই অনুরোধ জানিয়ে বলেছেন, পূর্ব-প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তার জন্য বিডিএফ-এর পক্ষ থেকে তিনি তাঁকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। তবে একই সাথে তিনি বলে, এর আগে ৪০ হাজার প্রার্থীর নিয়োগ হয়েছে বলে যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তাতে বরাক উপত্যকার তিন জেলা থেকে খুব নগণ্যসংখ্যক নিয়োগ পেয়েছেন বলে তাঁদের কাছে খবর রয়েছে।
তিনি বলেন, যে বরাক থেকে কতজন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই তালিকা বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশের জন্য এর আগে বিডিএফ বার বার অনুরোধ জানিয়েছে। কিন্তু বাস্তবে তা করা হয়নি।
প্রদীপ দত্তরায় বলেন, আগামীতে যে ৫০ হাজার নিয়োগপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হবে তাতে যাতে বরাকের প্রার্থীরা কোনওভাবেই বঞ্চিত না হন, সেই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। একই সাথে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিধবা ভাতা, ছাত্রদের স্কুটি ইত্যাদি প্রায় সমস্ত সম্প্রদায়কে যে জনকল্যাণমূলক অনুদান দিচ্ছেন তা-ও ধন্যবাদযোগ্য। কিন্তু রাজ্যের রেজিস্ট্রিকৃত ১৫ লক্ষ বেকারের জন্য আজ পর্যন্ত কোনও অনুদান ঘোষিত হয়নি। অথচ রাজ্যের যুবক-যুবতীরা এর পরও মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন, সমর্থন করেন।
বিডিএফ-প্রধান বলেন, সেজন্যই যতদিন পর্যন্ত রোজগারের ব্যাবস্থা না হচ্ছে, ততদিন মাধ্যমিক-উত্তীর্ণ বেকারদের ন্যূনতম ২,০০০ টাকা ও স্নাতক এবং স্নাতকোত্তরদের ৫,০০০ টাকা করে মাসিক অনুদান দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন।
বিডিএফ-র মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন, ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন, নিয়োগ পরীক্ষায় বরাকে উত্তীর্ণদের সংখ্যা কোনও অংশেই কম হয়নি। কিন্তু পরবর্তীতে নিয়োগ তালিকায় তার প্রমাণ কতটা পাওয়া গেছে তা নিয়ে জনগণ সন্দিহান। তাই আগামী নিয়োগ প্রক্রিয়ায় জেলাভিত্তিক তালিকা প্রকাশ করে সমস্ত সন্দেহ নিরসনের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।
মিডিয়া সেলের অপর আহ্বায়ক হৃষীকেশ দে বলেন, গত নিয়োগ পরীক্ষায় বরাকের তিন জেলা থেকে কতজন উত্তীর্ণ হয়েছেন তার তথ্য পেতে মুখ্য তথ্য আধিকারিকের কাছে একটি আরটিআই আবেদন পাঠানো হয়েছিল, যা পরবর্তীতে এই কার্যালয় থেকে সেবা দফতরে পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত সেবা বোর্ড থেকে কোনও জবাব আসেনি। তিনি বলেন, তাঁরা আশা করছেন, আগামীতে যে তালিকা প্রকাশ হতে চলেছে তা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে এবং বরাকের তিন জেলার নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে তার প্রমাণ দিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি।