জনপ্রিয় ‘মিম বয়’ দেবরাজ প্যাটেলের পথ দুর্ঘটনায় মৃত্যু

ব্যুরো: ‘দিল সে বুরা লাগতা হ্যায়’… এটিই ছিল দেবরাজ প্যাটেলের বিভিন্ন কমেডি ভিডিওর পাঞ্চলাইন। এই লাইনেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ছিলেন ২১ বছরের দেবরাজ। তাঁর ভিডিও আপলোড হতেই লাইক, শেয়ার, কমেন্টের বন্যা বইতে দিতেন অনুরাগীরা। আজ, সোমবার একটি পথ দুর্ঘটনায় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ২১ বছরের সেই ইউটিউবার দেবরাজ।
জানা গেছে, রায়পুরে একটি নতুন ভিডিও শ্যুট করতে যাচ্ছিলেন ছত্তীসগড়ের মহাসমুন্দ জেলার বাসিন্দা দেবরাজ। সেই সময়েই ঘটে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দেবরাজের বাইকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। মাথা-সহ শরীরের একাধিক জায়গায় চোট পান তরুণ ইউটিউবার দেবরাজ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।
দেবরাজের মৃত্যুর খবর টুইট করে জানান, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ সিং বাঘেল। দেবরাজের পুরোনো ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘দেবরাজ প্য়াটেল, যে কোটি কোটি মানুষের মনে নিজের জায়গা পাকা করে নিয়েছিল দিল সে বুরা লাগতা হ্যায় ভিডিয়ো দিয়ে, যে আমাদের সকলের মুখে হাসি ফুটিয়েছিল, আজ আমাদের ছেড়ে চলে গেল। এত অল্প বয়সে এই গুণী মানুষের মৃত্যু সত্যি দুর্ভাগ্যের। ভগবান ওর পরিবারকে শক্তি দিক এই কঠিন সময়ের সঙ্গে লড়াই করার। ওম শান্তি।’