Barak Valley
হাইলাকান্দিতে খাজনা আদায় শিবির

জনসংযোগ, হাইলাকান্দি, ২৮ এপ্রিল : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী মে মাসের ২ তারিখ থেকে জেলায় বিভিন্ন স্থানে চারটি খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে। প্রশাসনের তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ২ মে তারিখে আলগাপুর সার্কেল অফিসে, ১০ মে বোয়ালিপার জিপি অফিসে, ১৬ মে লালা সার্কেল অফিসে এবং ২৩ মে কাটলিছড়া সার্কেল অফিসে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। এই শিবির গুলিতে জমির পাট্টাদারদেরকে তাদের ভূমির খাজনা জমা দিতে প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।