Barak Valley
হাইলাকান্দিতে কার্গি্ল বিজয় দিবস পালন

জনসংযোগ, হাইলাকান্দি, ২৬ জুলাই : হাইলাকান্দিতে বুধবার কার্গিল বিজয় দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে শহরের পুলিশ সুপার কার্যালয়ের পার্শ্ববর্তী শহীদ স্মারক বেদিতে কার্গিল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আয়ুক্ত তথা জেলা সৈনিক কল্যাণ বোর্ডের সভাপতি নিসর্গ হিভারে। পাশাপাশি শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন জেলা সৈনিক কল্যাণ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল অখিলেশ কুমার যাদব (অবসরপ্রাপ্ত)। দিবসটি পালন উপলক্ষে জেলার প্রায় ২০ জন প্রাক্তন সৈনিক কর্মকর্তা বুধবার শহীদ বেদীতে মাল্যদান করে কার্গি্ল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।