
আহমেদাবাদ, ৪ অক্টোবর : আজ ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ২০১১ সালের সেই বীরত্বের পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। গতবার যখন ভারত ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছিল এবং ধোনির নেতৃত্বাধীন দলটি শিরোপা জিততে সক্ষম হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা এবং তাঁর দল এশিয়া কাপের পর আবার এই কৃতিত্ব অর্জন করতে চাইবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে নামছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত ও বিরাট কোহলি হয়তো তাদের শেষ বিশ্বকাপ খেলবেন এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তারা দলের অভিজ্ঞ মেরুদণ্ড। শুভমন গিল, ইশান কিষাণের মতো তরুণ প্রতিভার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলে তরুণদেরও নিখুঁত মিশেল রয়েছে। বোলিং বিভাগে সবার নজর থাকবে যশপ্রীত বুমরার দিকে, কিন্তু সিরাজ, শামিও বড় সম্পদ হিসেবে প্রমাণিত হতে পারেন।
বিশ্বকাপের সব সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। যেখানে হিন্দি এবং ইংরেজি সহ মোট ১১ আঞ্চলিক ভাষায় সরাসরি সম্প্রচার দেখা যাবে। এছাড়া অনলাইনে সরাসরি দেখুন ডিজনি+ হটস্টার অ্যাপে।