AssamNorth-EastViral & Fact Check

উৎকোচ! হাতে নাতে গ্রেফতার কলাইগাঁও সার্কল অফিসের পাটোয়ারি

গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি নির্মূলে কঠোর অভিযান চলাকালীন সময়ে শনিবার মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখার হাতে গ্রেফতার হলেন ওদালগুড়ি জেলার কলাইগাঁও সার্কল অফিসের গ্রাম প্রধান দিলীপ বরা৷ এদিন এক মহিলা থেকে উৎকোচ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন রাজ্য দুর্নীতি নিবারক শাখার কর্মীরা৷

জানা গেছে, কলাইগাঁও সার্কল অফিসের অন্তর্গত ভেহগুরি গ্রামের রাণুবালা দাস নামের এক বিধবা মহিলা তাঁর জমি পুত্রের নামে নামজারি করতে গেলে উৎকোচ হিসাবে ১০ হাজার টাকা দাবি করেন দিলীপ বরা৷ রাণুবালা পরিবর্তিতে ১০ হাজারের পরিবর্তে ৫ হাজার টাকা জমি নামজারি বাবদ দিতে রাজি হয়৷ যদিও দিলীপ বরা ৬ হাজার টাকা পেলে তার নামজারি করে দেবেন বলে জানান৷

উল্লেখ্য, রাণুবালা দাস শনিবার উৎকোচের অর্থ দিতে দিলীপ বরার সঙ্গে যোগাযোগ করে প্রথম কিস্তি বাবদ কনকচন্দ্র বরুয়া এবং গ্রাম প্রধান দিলীপ বরাকে ৪৫০০ টাকা দিতে যান৷ পরবর্তীতে রাণুবালা উৎকোচের টাকা দিতে গেলে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখার কর্মীরা হাতেনাতে ধরে ফেলেন দিলীপ বরাকে৷ সম্প্রতি দিন কয়েক আগে হরিশিঙা সার্কল অফিসের কর্মীকে উৎকোচ নেওয়ার সময় গ্রেফতার হন কনকচন্দ্র বরুয়া৷

Show More

Related Articles

Back to top button