করিমগঞ্জের মাইজগ্রামে উদ্ধার লাশ

করিমগঞ্জ : করিমগঞ্জের মাইজগ্রাম গল্লারখিল এলাকার এক জলাশয় থেকে স্থানীয় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। উদ্ধারকৃত লাশকে গল্লারখিল গ্রামের জনৈক কনক তাপাদার বলে শনাক্ত করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার রাতে বাড়ি ফেরেননি কনক। আজ সকালে বাড়ির পাশে ওই জলাশয়ে মৃতদেহ দেখেন পথচারীরা। খবর দেওয়া হয় লঙ্গাই থানায়। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে তাঁকে গল্লারখিলের কনক তাপাদার বলে পরিচয় পাওয়া গেছে।
পুলিশের তদন্তকারী আধিকারিক জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাংরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। কনক তাপাদারের কীভাবে মৃত্যু হয়েছে, সে সম্পর্কে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যাবে। ইত্যবসরে তাঁরা তদন্ত শুরু করেছেন, জানান পুলিশ অফিসার।