করিমগঞ্জে পঞ্চায়েত নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

জনসংযোগ, করিমগঞ্জ : আসাম রাজ্যিক নির্বাচন কমিশনের বার্তা অনুসারে এবং ভারতের নির্বাচন আয়োগ কর্তৃক ২০২৩ সালের আসাম বিধানসভা চক্রের ভোটার তালিকা প্রতিনিয়ত পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে করিমগঞ্জ জেলার ১ থেকে ২০ নম্বর জেলা পরিষদ চক্রের আওতাধীন ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যের চক্র ভিত্তিক চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এই ভোটার তালিকা ২৯ সেপ্টেম্বর, শুক্রবার করিমগঞ্জের জেলা পরিষদ কার্যালয়, আঞ্চলিক পঞ্চায়েত ও খণ্ড উন্নয়ন কার্যালয়, গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং জেলা আয়ুক্ত কার্যালয়ে প্রকাশ করা হয়েছে।
এতে পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করার জন্য https://ermssec.assam.gov.in পোর্টাল এ ক্লিক করে নিজের নাম দেখা যাবে। এতে পিডিএফ আকারে ভোটার তালিকা ডাউনলোড করার জন্য প্রথমে জেলা বা মহকুমা সদর নাম বাছাই করতে হবে তারপর জেলা পরিষদ সমষ্টির নাম তারপর গ্রাম পঞ্চায়েতের নাম তারপর ওয়ার্ডের নাম ও ভোট কেন্দ্রের নাম বাছাই করে “ডাউনলোড” বোতাম ক্লিক করে পিডিএফ ডাউনলোড করা যাবে। পাশাপাশি এপিক নম্বর দিয়ে নাম অনুসন্ধান করার পদ্ধতি, প্রথমে জিলা বা মহকুমা সদর বাছাই করতে হবে তারপর এপিক নম্বর অন্তর্ভুক্ত করে “সন্ধান” বোতাম ক্লিক করে নিজের নাম দেখা যাবে।