National

কোচিতে ভেঙে পড়ল নৌসেনার হেলিকপ্টার, মৃত ১

ডিজিটাল ডেস্ক, তিরুবন্তপুরম : নৌসেনার চেতক হেলিকপ্টার ভেঙে পড়ল (Helicopter Crash) কোচির (Kochi) আইএনএস গুরুদা রানওয়েতে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঠিক কোন কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে নৌসেনার তরফে তদন্ত করে দেখা হচ্ছে।

নৌসেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা ঘটেছে আইএনএস গুরুদা রানওয়েতে। যেটি রয়েছে কোচির কাছে উইলিংডন দ্বীপে নৌসেনার নিযস্ব বিমাবন্দরে। ঘটনার সময় ওই কপ্টারে দুজন ছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বিবৃতিতে নৌসেনার তরফে জানানো হয়েছে, কোচির আইএনএস গুরুদা রানওয়েতে চেতক হেলিকপ্টারে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক নৌসেনা কর্মীর। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গড়া হয়েছে। উল্লেখ্য, অতীতে নৌসেনার মিগ বিমান বারবার ভেঙে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। মৃত্যু হয়েছে বহু সেনা আধিকারিকের। এই ঘটনায় প্রশ্ন উঠেছে মিগের প্রযুক্তি নিয়ে। এবার নৌসেনার প্রশিক্ষণের জন্য ব্যবহৃত চেতক হেলকপ্টর নিয়েও প্রশ্ন উঠল।

Show More

Related Articles

Back to top button