Barak Valley

পাথারকান্দির গোপালপুরে ভূগর্ভ থেকে বেরোচ্ছে গ্যাস

পাথারকান্দি : বেশ কিছুদিন ধরে পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ জিপির গোপালপুর গ্রামের একটি জমি থেকে প্রতিদিন ভূগর্ভস্থ গ্যাস নির্গত হচ্ছে৷ বিষয়টি তেল ও গ্যাস অনুসন্ধান সংস্থা সহ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷

শুক্রবার স্থানীয়দের পক্ষে গোপেশ নাথ সহ অন্যরা জানান, প্রায় ১০০ বছর আগে ওই এলাকায় একটি সংস্থার অনুসন্ধানে প্রচুর পরিমাণ লবণাক্ত জল এবং মিথেন গ্যাসের সন্ধান মেলে৷ কিন্তু এরপর বিষয়টি নিয়ে আর কেউ উৎসাহ দেখায় নি৷

তাঁরা বলেন, এখানকার মাটি থেকে প্রতিদিন বুদবুদ বের হচ্ছে৷ এতে বাঁশ, কাঠ পুতে আগুন ধরিয়ে দিলে সপ্তাহের পর সপ্তাহ জ্বলতে থাকে৷

প্রবীণ নাগরিক মিঠু নাথ জানান, এই এলাকায় প্রচুর পরিমাণ মিথেন গ্যাস সহ অন্যান্য খনিজ পদার্থ থাকার কথা বিগত দিনে ONGC কর্তৃপক্ষ জানিয়েছে৷ কিন্তু গ্যাস নিয়ন্ত্রণ করা কঠিন তাই তারা এখানে কাজ হাত দেয়নি৷ এ নিয়ে নতুন করে অনুসন্ধান চালানোর জন্য স্থানীয়রা DC, CO সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন৷

Show More

Related Articles

Back to top button