Barak Valley

বিকশিত ভারত সংকল্প যাত্রায় পাথারকান্দিতে ব্যাপক সাড়া

পাথারকান্দি : কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জনসচেতনতা ও জন-অংশীদারিত্ব বাড়ানোর উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা৷ লোকসভা নির্বাচনের আগে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে প্রচারই এই অভিযানের লক্ষ্য৷ সেইসঙ্গে চলছে সুশাসন অভিযানও৷ এর মধ্য দিয়ে কল্যাণমূলক ও উন্নয়ন প্রক্রিয়ার জন-অংশীদারিত্বে এক নতুন উদ্দীপনার সঞ্চার করেছে৷ পাথারকান্দি বিধানসভায়ও শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা৷ এদিন শুরুতেই ২৪-র লোকসভা নির্বাচনে চার শতাধিক আসন পেয়ে ৩য় বারের মতো দিল্লির মসনদ দখল করবে বিজেপি৷ এমন আশা ব্যক্ত করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ সেইসঙ্গে বিধায়ক আশাবাদী — ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি এবং আগামী ১০০ বছর ভারতে চলবে বিজেপির শাসন৷

মঙ্গলবার পাথারকান্দির ৩টি জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নেন বিধায়ক৷ এতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷ এদিন কেন্দ্রের কুকিতল, মেদলি ও বাঘন জিপিতে সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক সহ অন্যরা৷ কাঠালতলির বাঘন জিপির রসিক নাথ হাইস্কুলের মাঠে এমর্মে এক বিশেষ সভাও অনুষ্ঠিত হয় এদিন৷ সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরেন৷

পরে তিনি বলেন, কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন বিষয়ে একাধিক কর্মসূচির সূচনা করেছে৷ কিন্তু অনেক ক্ষেত্রেই প্রান্তিক মানুষের কাছে এসব কর্মসূচি সংক্রান্ত তথ্য পৌঁছয় না৷ এর জেরে সরকারি সাহায্যের সুবিধা থেকে বঞ্চিত হতে হয় তাঁদের৷ তাই দেশের প্রত্যন্ত প্রান্তে থাকা মানুষকে সরকারি প্রকল্পের বিষয়ে জানানোই এই যাত্রার অন্যতম উদ্দেশ্য৷ কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে সচেতনতা গড়াও এর অন্যতম উদ্দেশ্য৷ এদিকে, বুধবার ডেঙ্গারবন্দ জিপিতে বিজেপির সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়৷

Show More

Related Articles

Back to top button