লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত ৩৫ নম্বর বাঘন জিপির সভাপতি উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি

জনসংযোগ, করিমগঞ্জ, ১ জুন : ৪ নম্বর, লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত ৩৫ নম্বর, বাঘন গ্রাম পঞ্চায়েতের সভাপতি উপনির্বাচনের জন্য ১লা জুন, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। করিমগঞ্জের উপায়ুক্ত ও নির্বাচন প্রাধিকারী ১৯৯৫ সালের আসাম পঞ্চায়েত আইনের ১৬ নম্বর ধারা অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করে এই উপনির্বাচনের বিবরণ জানিয়ে দিয়েছেন। জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তি জারির দিন অর্থাৎ ১ জুন, বৃহস্পতিবার থেকে আগামী ৯ জুন, শুক্রবার পর্যন্ত সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপায়ুক্ত কার্যালয়ের নিচ তলায় ১৪ নম্বর কক্ষে খণ্ড উন্নয়ন আধিকারিক নেইহত হাওলাই-র কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়ন পত্রের ফর্ম ওই একই স্থানে পাওয়া যাবে। মনোনয়ন পত্রগুলি ১২ জুন, সোমবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ওই একই কক্ষে পরীক্ষা করা হবে। সংশ্লিষ্ট আধিকারিকের কাছে প্রার্থী বা তার প্রস্তাবক ১৪ জুন, বুধবার বিকাল ৩ টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি দাখিল করতে পারবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে আগামী ১লা জুলাই, শনিবার সকাল ৭ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টার মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।