Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জের বদরপুরের বরগুলে প্রাক্তন সৈনিক সমাবেশ ২০ মার্চ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা সৈনিক কল্যাণ আধিকারিক কার্যালয়ের উদ্যোগে আগামী ২০ মার্চ সোমবার বদরপুরের বড়গুল অসমিয়া হাইস্কুলের পাশে প্রাক্তন সৈনিক সমাবেশের আয়োজন করা হবে।

করিমগঞ্জের সৈনিক কল্যাণ আধিকারিক এই সমাবেশে প্রাক্তন সেনা, নৌ সেনা এবং বিমান বাহিনীর জওয়ান এবং তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন। এক প্রেস বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ২০ মার্চ সকাল ৯-টা থেকে সমাবেশ শুরু হবে।

Show More

Related Articles

Back to top button