২০০০-র নোট বদলাতে লাগবে না পরিচয় পত্র

নয়াদিল্লি, ২১মে : ২০০০ টাকার নোট ভারতে সাধারণ খেটে খাওয়া লোকের হাত থেকে অনেক আগেই গায়েব হয়েছে। বড় বড় নেতা ও তাদের বান্ধবীদের বাড়িতে তল্লাশির সময় এই নোটের বাণ্ডিল উদ্ধার হয়েছে। এমন হয়তো আরো আছে বলে জনগণের সন্দেহ।
যাই হোক, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে, গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এই কথা ঘোষণার পর কিছুটা শোরগোল পড়েছে। নোটবদল কীভাবে কী করা হবে, তা নিয়ে কিছুটা হৈচৈ চলছে।
তবে স্টেট ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে কী ভাবে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলে নেওয়া যাবে।
রবিবার স্টেট ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০০০ টাকার নোট জমা দিতে হলে বা বদলাতে গেলে কাউকে কোনরকম পরিচয়পত্র দেখাতে হবে না, বা নির্দিষ্ট কোনও ফর্মপূরণও করতে হবে না। এসব ঝক্কি থাকবে না।
আর একবারে মোট দশটি ২০০০ টাকার নোট অর্থাত্ ২০ হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে বা বদলানো যাবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। আর ব্যাঙ্কের গ্রাহক নন, এমন ব্যক্তিরাও নোট বদলানোর সুযোগ পাবেন। কোনো সমস্যা নেই।