Barak Valley

আজ করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সূচনা

করিমগঞ্জ : প্ল্যাটিনাম জুবিলি উদযাপন বর্ষের সমাপন উৎসবের প্রস্তুতি চূড়ান্ত৷ শেষ তুলির টান চলছে৷ করিমগঞ্জ কলেজ নতুন সাজে সেজে উঠেছে৷ আলোর ঝরনা ধারা ছড়িয়ে পড়েছে কলেজ প্রাঙ্গণে৷ রাত পোহালেই শুরু হবে জুবিলি উৎসব৷ উৎসবকে কেন্দ্র করে গঠিত উপ সমিতি গুলোর ব্যস্ততার শেষ নেই৷ ১৯ এপ্রিল সকাল ১০:৩০টায় উদ্বোধন হবে ৩ দিনব্যাপী উৎসবের৷ প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সমাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷

জেলার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন৷ করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলি বর্ষ সমাপন উৎসবের মুখ্য আকর্ষণ হিসাবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ সাংস্কৃতিক উপ সমিতির চেয়ারম্যান রণধীর রায় ও আহ্বায়ক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, ১৯ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে৷ কলেজের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে৷ নৃত্য পরিবেশন করবে অমৃকা দাস পুরকায়স্থ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে সুস্মিতা চক্রবর্তী৷

তিনি জানান, ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ২টি মঞ্চে আয়োজন করা হবে৷ প্রমেশ চন্দ্র ভট্টাচার্য স্মৃতি প্রেক্ষাগৃহ ও কলেজের মাঠে রবীন্দ্রনাথ আদিত্য স্মৃতি মুক্ত মঞ্চে একই সঙ্গে অনুষ্ঠান চলবে৷ ১৯ এপ্রিল উদ্বোধনী সভার পর বিকেল ৩টায় আয়োজন করা হবে প্রদর্শনী মূলক বিতর্ক প্রতিযোগিতা৷ বিষয় : ভারতের সামাজিক ঐক্য রক্ষা করার জন্য ইউনিফর্ম সিভিল কোড অপরিহার্য৷ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷

২০ এপ্রিল সকাল থেকে শুরু হবে সাংস্কৃতিক উৎসব৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা ও বিশিষ্ট শিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন৷ কলেজের প্রাক্তন ছাত্রদের তরফে নাটক মঞ্চস্থ হবে৷ প্রাক্তন ছাত্রদের জন্য কবিতা পাঠের আসর আয়োজন করা হয়েছে৷ সমাপন উৎসবের শেষ দিন ২১ এপ্রিল প্রকাশ্য সভার আয়োজন করা হয়েছে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু৷ জেলার জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন৷ বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, ২১ এপ্রিল যথারীতি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷

প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সাংস্কৃতিক সন্ধ্যার সর্বশেষ নিবেদন জি বাংলা সারেগামা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্যের অনুষ্ঠান৷ প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে কলেজের প্রাক্তন-বর্তমান ছাত্র সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন ড. বিশ্বজিৎ ভট্টাচার্য৷

Show More

Related Articles

Back to top button