Barak Valley

তিন প্রহরে পুজো হয় জগদ্ধাত্রীর, ৭০ বছর ধরে করিমগঞ্জ পূর্ত বিভাগে চলছে আয়োজন

করিমগঞ্জ : একদিনে তিন প্রহরে পুজো হয় জগদ্ধাত্রীর৷ সপ্তমী-অষ্টমী-নবমী পুজো হয় একই দিনে৷ ৭০ বছর আগে করিমগঞ্জ পূর্ত বিভাগে জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার কথা মনে আছে অনেকের৷ পুজো হয়তো তার আগে শুরু হতে পারে, কিন্তু সেই ইতিহাস কারও জানা নেই৷ সরকারি কার্যালয়ে কেন শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো সেটাও বলতে পারছেন না বর্তমানে পূর্ত বিভাগে কর্মরত লোকেরা৷

দীর্ঘ বছর থেকে করিমগঞ্জ পূর্ত বিভাগে জগদ্ধাত্রী পুজো হয়ে এলেও জনাকয়েক ইসলাম ধর্মালম্বী ইঞ্জিনিয়ার পূর্ত বিভাগের করিমগঞ্জের দায়িত্বে থাকার সময় পুজো বন্ধ ছিল৷ পরবর্তী সময়ে পুনরায় পুজো শুরু হয় কার্যালয়ে৷ এবারও জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়৷ শুধু পূর্ত বিভাগের কার্যালয় নয়, টাউন কালীবাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় সর্বজনীনভাবে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়৷

Show More

Related Articles

Back to top button