National

নীতিশের ভুল! মাঝি এখন মুখ্যমন্ত্রী

শিলচর পিএন সি ৯ জুন -রাজনৈতিক ক্ষেত্রে দল পাল্টে নীতিশ কুমার ক্ষমতার কেন্দ্র বিন্দু তে থেকে লাভবান হলেও একবার তিনি একটি ভুল করেছিলেন যার জন্য তাঁকে সারাজীবনই আফসোস করতে হবে । কী সেই ঘটনা। ২০১৪ সালে নীতিশ কুমার ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। ওই সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে যান। কিন্তু এটা সহ্য করতে পারেন নি নীতিশ কুমার। কারন নরেন্দ্র মোদী বিহারে আসলে তো তাঁকে সেলূট দিতে হবে। তাই নীতিশ কুমার মূখ্য মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তার ই একান্ত অনুগত মন্ত্রী জিতন রাম মাঝি কে মূখ্য মন্ত্রী পদে বসান । এটাই হয়েছিল নীতিশ কুমারের কাল ।

পরে তিনি ২০১৫ সালে যখন মাঝি কে সরিয়ে মূখ্য মন্ত্রীর পদে বসতে চান তখন মাঝি বেঁকে বসেন । ফলে নীতিশ জোর করে মাঝিকে সরিয়ে মূখ্য মন্ত্রীর পদে বসলে মাঝি জনতা দল ইউ ছেড়ে হিন্দুস্থান আওয়াম মোর্চা নামে একটি দল গঠন করে বসেন। ২০২৪ এর লোক সভার নির্বাচনে মাঝি এন ডি এ র শরিক হিসেবে লোকসভায় নির্বাচিত হয়েছেন এবং শেষ পৰ্যন্ত মোদী মন্ত্রী সভা য় মন্ত্রী পদ লাভ করতে সক্ষম হন।

Show More

Related Articles

Back to top button