রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমছে, উজ্জ্বলায় ভর্তুকি বাড়িয়ে ৪০০ করল মোদী সরকার

ব্যুরো: রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার (Cooking gas prices coming down)। সেই সঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিও ২০০ টাকা বাড়নো হল। অর্থাত্ উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) আওতায় ভর্তুকির পরিমাণ হল সিলিন্ডার প্রতি ৪০০ টাকা।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই ভর্তুকি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সমস্ত উপভোক্তার জন্য রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে উজ্জ্বলা যোজনায় ভর্তুকিও বাড়ানো। এ হল প্রধানমন্ত্রীর তরফ থেকে রাখির উপহার।
অর্থাত্ কলকাতায় সাধারণ এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা থেকে কমে হবে ৯২৯ টাকা। আর উজ্জ্বলা যোজনায় আরও ২০০ টাকা কম দামে পাওয়া যাবে। তবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে সরকার।
উজ্জ্বলা যোজনায় বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডার ভর্তুকি মূল্যে দেওয়া হয়। গত মার্চ মাসের হিসাব অনুযায়ী ৯.৫৯ কোটি উপভোক্তাকে ভর্তুকি মূল্যে সিলিন্ডার দেয় সরকার।
রান্নার গ্যাসের দামে বিজেপির রাজনৈতিক ভাবে যে হাত পুড়ছে তা দলের রাজ্যের নেতারা বারবার জানিয়েছিলেন কেন্দ্রকে। এমনকি গত বছর গুজরাত ভোটের সময়েও বাধ্য হয়ে তাই রান্নার গ্যাসের সিলিন্ডারে রাজ্যস্তরে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়। এবার মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে সেখানকার বিজেপি সরকারও রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। সামগ্রিক ভাবে চাপে পড়েই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।