মুখ্যমন্ত্রীর নামে web portal! গ্রেফতার সাংবাদিক

গুয়াহাটি : গুয়াহাটি মহানগরে এবার ডা. হিমন্ত বিশ্ব শর্মার নামে web portal খুলে প্রবঞ্চনায় নেমেছেন তথাকথিত সাংবাদিকরা৷ অবশেষে অভিযোগ পেয়ে দিসপুর পুলিশ গ্রেফতার করেছে কুশল গোস্বামীকে৷
অভিযোগকারীরা দিসপুর থানায় জানান, অভিযুক্ত কুশল গোস্বামী হেঙরাবাড়ির মধুবন পথে HBS নামের ১টি web portal খোলার চেষ্টা চালাচ্ছিল৷ তার আগে promotion -এ নেমে স্থানীয় মানুষ ছাড়াও ব্যবসায়ীদের HBS নামের সম্পূর্ণ মানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্ব শর্মার বলে বোঝানোর চেষ্টা করছিলেন৷
এদিকে, স্থানীয় এক ব্যবসায়ী জানান, কুশল তার দোকানে গিয়ে কয়েকটি computer কেনেন৷ যার জন্য আড়াই লক্ষ টাকা দেওয়া এখনও বাকি আছে৷ আরেক অভিযোগকারী মহিলা জানান, কুশল তার ছেলেকে কাজের প্রলোভন দিয়ে দেড় লক্ষ টাকা লুটে নেয় তার কাছ থেকে৷
এখানেই শেষ নয়, এর আগেও ২০১৯ সালে প্রবঞ্চনা করার অভিযোগে জেলের ভাত খেয়েছিল কুশল৷
দিসপুর পুলিশের ভারপ্রাপ্ত অফিসার জানান, কয়েকদিন আগে কুশল হাজোর ধীরেন রাজবংশী নামের এক ব্যক্তির সঙ্গে মিলে দিসপুর থানার এক অফিসারের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিল৷ সেই অভিযোগ পেয়ে শুক্রবার প্রথমে ধীরেনকে গ্রেফতার করা হয়৷ তাকে জেরা করতে কুশল গোস্বামীর নাম উঠে আসে৷ কুশলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়৷ শনিবার কুশল ও ধীরেনকে গুয়াহাটি জেলা আদালতে হাজির করে পুলিশ হেফাজতে পাঠানো হয়৷