Barak Valley

লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে ওঠেন গৃহস্থরা, বাজারের অগ্নিমূল্যে নাভিশ্বাস

করিমগঞ্জ : লক্ষ্মী দেবীর আরাধনায় বুধবার মেতে ওঠেন গৃহস্থরা৷ এবছর লক্ষ্মীপূজা দু’দিন হয়ে অনেকে বৃহস্পতিবারও পূজার্চনা করবেন৷ সাধারণত অন্য বছর সন্ধ্যারাতে কোজাগরি লক্ষ্মীপূজা শুরু হলেও বুধবার রাতে পূর্ণিমা লাগায় পূজা দেরিতে শুরু হয়৷ বিভিন্ন মণ্ডপেও লক্ষ্মীপূজা সম্পন্ন হয়৷ এদিকে, লক্ষ্মীপূজাকে সামনে রেখে করিমগঞ্জে শাক-সবজি, পূজার উপকরণ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর অগ্নি মূল্য ছিল৷

লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে বুধবার করিমগঞ্জের বাজারে মারাত্মক ভিড় ছিল৷ প্রতিমার পাশাপাশি সরা ক্রয় করেন গৃহস্থরা৷ গোপালজি মার্কেট ছাড়াও বিভিন্ন শিল্পালয়ে লক্ষ্মী প্রতিমা বিক্রি হয়েছে৷ দুর্বা সহ পুজোর সামগ্রী মিলছে পূজার বাজারে৷ তবে পূজার বিভিন্ন সামগ্রীর অগ্নিমূল্য থাকায় অতিষ্ট হতে হয়েছে জনগণকে৷ একে তো দুই দিনে পুজো, তার উপর আবার ‘শিরে সংক্রান্তি’৷ ফলে সব সামগ্রীর মূল্যই ছিল বেশি৷ সুযোগ বুঝে চড়া দামে সামগ্রী বিক্রি হওয়ায়, উপায় না পেয়ে অধিক দামে ক্রয় করেছেন জনগণ৷

Show More

Related Articles

Back to top button