সন্ত্রাসের বিরুদ্ধে শক্তপোক্ত অবস্থানে ভারত সরকার, নিষিদ্ধ ১৪ অ্যাপ

সংবাদ সংস্থা, নয়াদিল্লি : এবার ফের কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। জঙ্গি কার্যকলাপ দমনে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিষিদ্ধ করা হয়েছে ১৪টি মেসেজিং অ্যাপ।
জঙ্গি কার্যকলাপ চলছিল এগুলোর মাধ্যমে। মূলত জম্মু ও কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীগুলি নিজেদের সমর্থক আর মদতদাতাদের সাথে এই অ্যাপগুলির মাধ্যমে যোগাযোগ রাখত, এমনটাই অভিযোগ।
শুধু তাই নয়, নিষিদ্ধ মেসেজিং অ্যাপগুলোর মারফত পাকিস্তান থেকেও জঙ্গিদের কাছে নির্দেশ আসত বলে গোয়েন্দা বিভাগ সূত্রের খবর।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ অ্যাপগুলি: Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second Line, Zangi, Threema।
ম্যাসেঞ্জার এই অ্যাপগুলি জাতীয় নিরাপত্তার জন্য বিশাল বিপজ্জনক হয়ে উঠছিল। জঙ্গি দমনে তাই এবার এই পদক্ষেপ কেন্দ্রের। এই অ্যাপগুলি ভারতীয় আইন লঙ্ঘন করছিল বলে অভিযোগ।
অ্যাপগুলির কার্যকলাপ সম্পর্কে নজর রাখা হচ্ছিল তীক্ষ্ণভাবে। এর পরেই সেগুলো একেবারে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ৬৯এ তথ্যপ্রযুক্তি ধারা অনুযায়ী ‘বিপজ্জনক’ অ্যাপগুলিকে ব্লক করা হয়েছে।