Barak Valley
করিমগঞ্জের দোহালিয়া জঙ্গলে জনতার হাতে ধৃত প্রেমিক যুগল পাথারকান্দি পুলিশের হেফাজতে

পাথারকান্দি, ১৯ এপ্রিল : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি শহরের পার্শ্ববর্তী দোহালিয়া নারাইণপুরের গভীর জঙ্গলে ফস্টিনস্টি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে প্রেমিক যুগল। প্রেমিক যুগলকে ধরে পাথারকান্দি পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, গত কয়েলকদিন ধরে এই প্রেমিক জুটি সাবসেন্টারের পাশে রবার বাগানে নিয়মিত বেড়াতে আসে। আজ বুধবারও দুপুরের দিকে স্থানীয় কতিপয় যুবক তাদের ফস্টিনস্টির দৃশ্য দেখে হতবাক হয়ে তাদের ঘেরাও করে রাখেন। খবর দেওয়া হয় তাদের অভিভাবক এবং পাথারকান্দি থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন দুই প্রেমিকের অভিভাবক। আসে সিআরপিএফের দল নিয়ে পুলিশ।
পরে পুলিশ প্রেমিক-প্রোমিকাকে ধরে থানায় নিয়ে যায়। এই খবর লেখা পর্যন্ত উভয়েই থানায় রয়েছে বলে খবর পাওয়া গেছে।