শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মণিপুরি উন্নয়ন পরিষদের সভা লক্ষীপুরে

লক্ষীপুর : মণিপুরে হিংসাত্মক ঘটনায় প্রাণভয়ে অসমের সীমান্ত জেলা কাছাড়ের লক্ষীপুরে আশ্রয় নিয়েছেন উপজাতি মানুষ৷ তাদের জন্য সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় শিবির৷ লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে মোট ৭টি শিবির খোলা হয়েছে৷ সেইসব শিবিরগুলি শনিবার পরিদর্শন করেন অসম মণিপুরি উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন রীনা সিংহ৷ তিনি শিবিরে গিয়ে শরনার্থীদের খোঁজ নেন৷ পরে মার স্টুডেন্ট ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মিলিত হয়ে লক্ষীপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা নিয়ে আলোচনা করেন৷ লক্ষীপুরে মণিপুরি জনবসতিপূর্ণ গ্রামগুলিতেও সভা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি৷
তিনি বলেন, লক্ষীপুরে সব জাতি গোষ্ঠীর বসবাস রয়েছে৷ এখানে সবাই মিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আবেদন জানান৷ তাছাড়া মণিপুরের চূড়াচান্দপুরেও যথেষ্ট মণিপুরি জনবসতি রয়েছে৷ তাদের সুরক্ষা সহ মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি৷