Assam

জাস্টিস মৃদুলকুমার কলিতা গৌহাটি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত

গুয়াহাটি, ১৩ এপ্রিল (সংবাদ সংস্থা) : গৌহাটি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে জাস্টিস মৃদুলকুমার কলিতাকে। আইন মন্ত্রালয়ের বিচার বিভাগ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে মৃদুলকুমার কলিতাকে এই পদে নিয়োগের কথা জানানো হয়েছে।

জানা গেছে, গত জানুয়ারিতে সুপ্রিম কোর্টের কলেজিয়াম মৃদুল কলিতার নাম সুপারিশ করেছিল। বিজ্ঞপ্তিটি আইনমন্ত্রী কিরেন রিজিজু তাঁর অফিশিাল টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন। টুইটারে আইনমন্ত্রী রিজিজু লিখেছেন, ‘ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে বিচারবিভাগীয় আধিকারিক শ্রী মৃদুলকুমার কলিতাকে গৌহাটি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। শ্রী কলিতার নিযুক্তিতে আমি আনন্দিত। তাঁকে আমার শুভেচ্ছা জানাই।’

Show More

Related Articles

Back to top button